জয়পুরহাট, ১২ নভেম্বর (ইউএনবি)- জয়পুরহাটে আনুমানিক দুই কোটি টাকা মূল্যের ৩২ কেজি ওজনের একটি শ্বেত পাথরের প্রাচীন বৌদ্ধ মূর্তিসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে শহরের একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মূর্তি ব্যবসায়ীরা হলেন- জয়পুরহাটের সীমান্তবর্তী পাচঁবিবি উপজেলার মহব্বতপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে মুনসুর আলী (৩৮) ও আক্কেলপুর উপজেলার ভান্ডারীপাড়া গ্রামের মৃত রামলালের ছেলে অখিল মন্ডল (৪৩)।
জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মূর্তি বেচাকেনার গোপন সংবাদ পেয়ে শহরের চিত্রাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ দুজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ জয়পুরহাটসহ জেলার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় গোপনে প্রাচীন মূর্তি বেচাকেনার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।